চট্টগ্রামে ১৬ আসনে ১৫৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ভোটের মাঠ ।। মনোনয়ন জমাদানের শেষদিন আজ ।। কোন আসনে কে কে মনোনয়ন নিলেন

শুকলাল দাশ | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

দেখতে দেখতে বেশ জমে উঠেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পরিবেশ। গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পাশাপাশি দলের স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি, বিএনএফ, সুপ্রীম পার্টি, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন দলের মনোনীত মোট ১৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তথ্যমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের আজ শেষ দিন। তফসিল অনুযায়ী, আজ ৩০ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত নিবন্ধিত প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে নগরীর ৩টি এবং নগরীর সাথে সম্পৃক্ত তিনটিসহ মোট ৬টি আসনের প্রার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং জেলার অপর ১০ আসনের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেবেন। জেলার ১০ আসনের প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের সময় কোন প্রার্থী শোডাউন করতে পারবেন না। মনোনয়নপত্র জমাদানের সময় একজন প্রার্থী ৫৭ জনের বেশি সমর্থক ও লোকবল সঙ্গে নিতে পারবেন না। এই ব্যাপারে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী আজাদীকে বলেন, চট্টগ্রামের ১৬টি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ১৫৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে গতকাল বুধবার ৩৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

এদিকে গতকাল পর্যন্ত আওয়ামী লীগের তিন হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং সহকারী রিটার্রিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। গতকাল দুপুর ১টা ৫০ মিনিটে পুলিশ প্রটোকল ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে আসনে চট্টগ্রাম৭ আসনে (রাঙ্গুনিয়াবোয়ালখালী আংশিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এই আসনের বতর্মান সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি দলের কয়েকজন সিনিয়র নেতা এবং আইনজীবীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। দুপুরে চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসনের আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া গত মঙ্গলবার চট্টগ্রাম৬ রাউজান আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে তার মনোণয়নপত্র জমা দিয়েছিলেন।

চট্টগ্রামে রিটার্নিং অফিসারের কাছ থেকে গতকাল বিকাল পর্যন্ত ১৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল পর্যন্ত দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগের ২৬ জন প্রার্থী, আওয়ামী লীগেরসহ অন্যান্যরা মিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন ৩৩ জন, জাতীয় পার্টির ১১ জন প্রার্থী, তৃণমূল বিএনপির ৮ জন প্রার্থী, কল্যাণ পার্টির ৩ জন প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে ৯ জন প্রার্থী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে ৩১ জন, জাসদ থেকে ২ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে ১ জন, বিএনএফ থেকে ৪ জন, ইসলামী ঐক্যজোট থেকে ২ জন, গণফেরাম থেকে একজন, ন্যাপ থেকে ৩ জন, খেলাফত আন্দোলনের ২ জন, বিএসএম থেকে ১ জন, মুক্তিজোট থেকে ১ জন, এনপিপি থেকে ৯ জন, বাংলাদেশ মুসলিম লীগ থেকে ১ জন, বাংলাদেশ কনগ্রেস থেকে ৩ জন এবং অন্যান্য দল থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তারা আজ ৩০ নভেম্বর শেষদিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিবেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। অফিস সময়সূচি অনুযায়ী প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। অনেকেই এখানে জমা দেবেন আর অনেকেই নিজ নিজ উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেবেন।

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে কোন আসনে কতজন প্রার্থী : চট্টগ্রাম(মীরসরাই) আসনে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব উর রহমান (আওয়ামী লীগ), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীন, সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া (বাংলাদেশ সাম্যবাদী দল), মো. আবদুল মন্নান (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. নুরুল করিম আফছার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল আলম চৌধুরী, মোহাম্মদ মোস্তফা, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ), মো. ইউসুফ (বিএনএফ), মো. এমদাদ হোসেন চৌধুরী (জাতীয় পার্টি) ও মো. আবুল হোসেন (বাংলাদেশ খেলাফত আন্দোলন)

চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪ জন। এরমধ্যে খাদিজাতুল আনোয়ার সনি (আওয়ামী লীগ), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ গোলাম নওশের আলী (স্বতন্ত্র), শাহজাহান (স্বতন্ত্র), শিমুল ধর (স্বতন্ত্র), বেলাল মোহাম্মদ নূরী (স্বতন্ত্র), রিয়াজ উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র), মীর মোহাম্মদ ফেরদৌস আলম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), সৈয়দ সাইফুদ্দীন আহমদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), হোসাইন মো. আবু তৈয়ব (স্বতন্ত্র), মাজাহারুল হক শাহ চৌধুরী (স্বতন্ত্র), মো. শফিউল আজম চৌধুরী (জাতীয় পার্টি), মুহাম্মদ হামিদ উল্লাহ (ইসলামিক ফ্রন্ট) ও এম এ মতিন (ইসলামীক ফ্রন্ট)

চট্টগ্রাম(সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতজন। তারা হলেন মাহফুজুর রহমান মিতা (আওয়ামী লীগ), নুরুল আক্তার (জাসদ), মুহাম্মদ নুরুল আনোয়ার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এম এ ছালাম (জাতীয় পার্টি), মুহাম্মদ উল্লাহ খান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. জামাল উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র) ও মো. আকতার আজম খান (ন্যাশনাল পিপলস পার্টি)

চট্টগ্রাম(সীতাকুণ্ড) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। তারা হলেন এস এম আল মামুন (আওয়ামী লীগ), মোহাম্মদ ইমরান (স্বতন্ত্র), নিছার উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), মো. দিদারুল কবির (জাতীয় পার্টি), মো. মোজাম্মেল হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. সালা উদ্দিন (স্বতন্ত্র), মো. আকতার হোসেন (বিএনএফ), খোকন চৌধুরী (তৃণমূল বিএনপি), মো. শহীদল ইসলাম চৌধুরী (বাংলাদেশ কনগ্রেস), মাসুদুল আলম (স্বতন্ত্র)

চট্টগ্রাম(হাটহাজারী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। তারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম (আওয়ামী লীগ), কাজী মহসীন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোহাম্মদ নাছির হায়দার করিম (স্বতন্ত্র), সৈয়দ মোকতার আহমেদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (কল্যাণ পার্টি), আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি), মো. নাজিম উদ্দিন (প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম), ছৈয়দ হোফেজ আহমদ (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), আবু মোহাম্মদ শামশুদ্দদীন (বিএনএফ) ও মুহাম্মদ শাহজাহান চৌধুরী (স্বতন্ত্র)

চট্টগ্রাম(রাউজান) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। তারা হলেন রাউজান আসনের বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী (আওয়ামী লীগ), মো. সেকান্দর (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. ইলিয়াছ নুরী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), শফিউল আজম (স্বতন্ত্র), মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (তৃণমূল বিএনপি), মো. শফিকুল আলম চৌধুরী (জাতীয় পার্টি)

চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। তারা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ (আওয়ামী লীগ), মো. মোরশেদ আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আহমেদ রেজা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), খোরশেদ আলম (তৃণমূল বিএনপি), মুছা আহমেদ রানা (জাতীয় পার্টি), মুহাম্মদ ইকবাল হাফান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)

চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন। তারা হলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ (আওয়ামী লীগ), আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম (স্বতন্ত্র), এস এম আবুল কালাম আজাদ (বিএনএফ), এই আসনের সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মেয়ে কাজি শারমিন সুমি (স্বতন্ত্র), মোহাম্মদ জাহিদুল হক (স্বতন্ত্র), সন্তোষ শর্মা (তৃণমূল বিএনপি), বিজয় কুমার চৌধুরী (স্বতন্ত্র), মোহাম্মদ ইলিয়াছ (বাংলাদেশ কল্যাণ পার্টি), সৈয়দ মো. ফরিদ উদ্দিন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. কামাল পাশা (এপিপি), মো. আরশেদুল আলম (এনপিপি), সোলায়মান আলম শেঠ (জাতীয় পার্টি), আবদুল নবী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. আবদুল কাদের (স্বতন্ত্র), মহিবুল রহমান বুলবুল (স্বতন্ত্র)

চট্টগ্রাম(কোতোয়ালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন এই আসনের বতর্মান সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (আওয়ামী লীগ), মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মিটল দাশগুপ্ত (ন্যাপ) ও আবু আজম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ)

চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। তারা হলেন এই আসনের বতর্মান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু (আওয়ামী লীগ), মোহাম্মদ মনজুর আলম (স্বতন্ত্র), ফরিদ মাহমুদ (স্বতন্ত্র), মো. ফেরদৌস রশিদ (তৃণমূল বিএনপি), মো. ওসমান গনি (স্বতন্ত্র), বিলকিস সুলতানা (স্বতন্ত্র), মোহাম্মদ জাহিদুল হক (স্বতন্ত্র), মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আবদুস ছবুর লিটন (স্বতন্ত্র), আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), ও মিজানুর রহমান (বাংলাদেশ সুপ্রিম পার্টি)

চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন। তারা হলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য এম আবদুল লতিফ (আওয়ামী লীগ), মো. জসিম উদ্দিন (জাসদ), মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আবুল বসার মোহাম্মদ জয়নাল আবেদীন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. মহি উদ্দিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. রাশেদুল আমিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), জিয়াউল হক সুমন (স্বতন্ত্র), দীপক কুমার পালিত (তৃণমূল বিএনপি), রেখা আলম চৌধুরী (স্বতন্ত্র), নারায়ণ রক্ষিত (এনপিপি), ওমর হাজ্জাজ (স্বতন্ত্র), উজ্জ্বল ভৌমিক (গণফোরাম), আকবর হোসেন (স্বতন্ত্র) ও মো. আবদুল্লাহ (তৃণমূল বিএনপি)

চট্টগ্রাম১২ (পটিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন। তারা হলেন মোতাহেরুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ), এই আসনের বতর্মান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী (স্বতন্ত্র), মো. গোলাম কিবরিয়া চৌধুরী (স্বতন্ত্র), এম এয়াকুব আলী (বিএসএম), মোহাম্মদ হাবিবুল হক চৌধুরী (স্বতন্ত্র), মো. বদিউল আলম (স্বতন্ত্র), আশীষ কুমার শীল (ন্যাপ), মো. নুরুচ্ছফা সরকার (জাতীয় পার্টি), মো. ইলিয়াছ মিয়া (স্বতন্ত্র), এম এ মতিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কাজি মুহাম্মদ জসীম উদ্দিন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), উত্তম কুমার চৌধুরী (এনপিপি)

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আটজন। তারা হলেন এই আসনের বতর্মান সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (আওয়ামী লীগ), মকবুল আহমেদ চৌধুরী (তৃণমূল বিএনপি), সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ আরিফ (বিএসপি), আবদুর রব চৌধুরী (জাতীয় পার্টি), মৌলভী রশিদুল হক (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মো. নুর উদ্দিন (এনপিপি), মো. আবুল হোসাইন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)

চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া একাংশ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। তারা হলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (স্বতন্ত্র), সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. গোলাম ইসহাক খান (বিএনএফ), মোহাম্মদ আয়ুব (বিএসপি), আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ (জাতীয় পার্টি)

চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন (আওয়ামী লীগ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব (স্বতন্ত্র), আ ম ম মিনহাজুর রহমান (স্বতন্ত্র), মোহাম্মদ ছালেম (জাতীয় পার্টি), ফজলুল হক (এনপিপি), গোলাম কিবরিয়া (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. সোলাইমান কাশেমী (বাংলাদেশ কল্যাণ পার্টি), মোহাম্মদ হারুণ (ইসলামীক ঐক্যজোট), মো. জসীম উদ্দিন (মুক্তিজোট)

চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪ জন। তারা হলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান সিআইপি (স্বতন্ত্র), মাহমুদুল ইসলাম চৌধুরী (জাতীয় পার্টি), মো. খালেকুজ্জামান (স্বতন্ত্র), মোহাম্মদ আজিজুর রহমান (স্বতন্ত্র), আব্দুল্লাহ কবির (স্বতন্ত্র), মোহাম্মদ এমরানুল হক (স্বতন্ত্র), মুহাম্মদ মামুন আবছার (এসপিপি), আবদুল মালেক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মহিউল আলম চৌধুরী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কামাল মোস্তফা চৌধুরী (জাসদ), আশীষ কুমার শীল (ন্যাপ), মো. শওকত হোসাইন চাটগামী (ইসলামী এক্যজোট), এম জিল্লুর করিম শরীফি (বাংলাদেশ কনগ্রেস)

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর (আজ), মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি রোববার।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদের পদত্যাগ
পরবর্তী নিবন্ধকুতুপালং শিবিরে এনজিওর গাড়ি চাপায় শিশুর মৃত্যু