জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মহানগরীর নতুন ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলার ১৫ উপজেলায় একজনের দেহেও সংক্রমণ চিহ্নিত হয়নি। সংক্রমণ হার ০ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকালের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গত রোববার ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ও নগরীর নয় ল্যাব এবং অ্যান্টিজেন টেস্টে ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।