চট্টগ্রামের ১৫ উপজেলায় করোনায় নতুন কেউ আক্রান্ত হয়নি। তবে শহরে ৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে দেয়া সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য গেছে। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর আটটি ল্যাবে গত শুক্রবার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩ জনই মহানগরীর বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৫৮৪ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৬০ জন ও গ্রামের ৩৪ হাজার ৫২৪ জন। শুক্রবার করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।