চট্টগ্রামে ১৫ আসনের ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি, শুনানি ৯ অক্টোবর

২০ অক্টোবর চুড়ান্ত তালিকা প্রকাশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের জন্য খসড়া ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫৯টি এবং ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫৬টি। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫ আসনে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ইতোমধ্যে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার বরাবরে আপত্তি দাখিল করেছেন। জমা পড়া আপত্তির উপর আগামী ৯ অক্টোবর দিনব্যাপী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদএর উপস্থিতিতে শুনানি চলবে। ইতোমধ্যে যারা আপত্তি দাখিল করেছেন তাদেরকে শুনানির নোটিশ দেয়া হয়েছে বলে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনের কোনো ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জমা পড়েনি। এছাড়াও চট্টগ্রাম১৫ (লোহাগাড়াসাতাকনিয়া আংশিক) আসনের মধ্যে লোহাগাড়া উপজেলার ভোটকেন্দ্র নিয়ে কোনো আপত্তি জমা পড়েনি; তবে একই আসনভুক্ত সাতকানিয়া আংশিক অংশের ভোটকেন্দ্রের উপর আপত্তি দাখিল করা হয়েছে। আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার খসড়া ভোটকেন্দ্রের উপর আপত্তি শুনানি শেষে ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

আসন অনুযায়ী শুনানির সময়সূচি: চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় শুনানি হবে চট্টগ্রাম(সন্দ্বীপ), চট্টগ্রাম(মীরসরাই) এবং চট্টগ্রাম(সীতাকুণ্ড এবং সিটির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। বেলা ১১টায় শুনানি হবে চট্টগ্রাম১২(পটিয়া), চট্টগ্রাম১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক), চট্টগ্রাম১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর ১২টায় শুনানি হবে চট্টগ্রাম(ফটিকছড়ি), চট্টগ্রাম(হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড), চট্টগ্রাম(রাউজান), চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর ১টায় শুনানি হবে চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী), চট্টগ্রাম(বোয়ালখালী ও চান্দগাঁও), চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর। দুপুর আড়াইটায় শুনানি হবে চট্টগ্রাম মহানগরীর দুই সংসদীয় আসনের উপর। চট্টগ্রাম(কোতোয়ালী), চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহরপাহাড়তলীখুলশী) আসনের ভোটকেন্দ্রের উপর জমা পড়া আপত্তিগুলোর।

জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে চট্টগ্রাম১২(পটিয়া) আসনে ১৮টি। এরপর চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহরপাহাড়তলীখুলশী) আসনের আপত্তি জমা পড়েছে ১০টি। চট্টগ্রাম(বোয়ালখালী ও চান্দগাঁও) আসনের আপত্তি জমা পড়েছে ১০টি। চট্টগ্রাম(ফটিকছড়ি), চট্টগ্রাম(হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড) এবং চট্টগ্রাম(রাউজান) আসনের আপত্তি জমা পড়েছে ১টি করে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসবশেষ নৌযানও আটক,অনশনে ফ্লোটিলার কর্মীরা
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল