চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও বিএনপিজামায়াতের পঞ্চম ধাপের অবরোধে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গতকাল বুধবার সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। বিজিবি চট্টগ্রাম৮ ব্যাটালিয়নের ১৪ প্লাটুন সদস্য নগরীতে মোতায়েন করা হয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে বিজিবির গাড়ি টহল দিতে শুরু করে। এছাড়া আরও ৮ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক সংঘাত, গণআটকে জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বিএনপির মিছিল-সমাবেশ