চট্টগ্রামে ১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১৬ আসনে বিএনপি-জামায়াতসহ রয়েছেন ২৯ রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপিজামায়াতে ইসলামীসহ ২৯টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা গতকাল দিনব্যাপী চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের কর্মীসমর্থকদের নিয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের তিন রিটার্নিং অফিসার ও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যাপকউৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২৯ রাজনৈতিক দলের ২৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে গতকাল ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল প্রার্থী ও নেতাকর্মী সমর্থকদের পদচারণায় দিনভর মুখরিত ছিল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন কার্যালয় চত্বর। নিচে কয়েকজন প্রার্থীর কর্মীসমর্থকরা শো ডাউন করলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো ঘটনা ঘটেনি। মনোনয়নপত্র জমা দিতে পাঁচজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের বিষয়ে শুরু থেকেই কঠোর ছিল প্রশাসন। নির্বাচন কমিশন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়নপত্র জমাকারী প্রার্থীর মধ্যে চট্টগ্রাম(মীরসরাই) আসনে ১০ জন, চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে ৯ জন, চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) ৫ জন, চট্টগ্রাম(সীতাকুণ্ড) আসনে ১০ জন, চট্টগ্রাম(হাটহাজারী) আসনে ১০ জন, চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে ৫ জন, চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) ৯ জন, চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনে ৯ জন, চট্টগ্রাম(কোতোয়ালী) ১২ জন, চট্টগ্রাম১০ (হালিশহরপাহাড়তলী) ১১ জন, চট্টগ্রাম১১ (বন্দর) ১২ জন, চট্টগ্রাম ১২ (পটিয়া) ১১ জন, চট্টগ্রাম ১৩ (আনোয়ারা) আসনে ৯ জন, চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ) ৯ জন, চট্টগ্রাম ১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে ৩ জন, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এলডিপি, গণ ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ সমঅধিকার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পর্ার্টি, বাংলাদেশ সুপ্রীম পার্টিবিএসপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ডেভেপমেন্ট পার্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

নগরীর তিনটি সংসদীয় আসন এবং নগরীর সাথে সংশ্লিষ্ট অপর আরও দুটিসহ মোট ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের কার্যালয়ে।

অপরদিকে জেলার ১০ আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে। এছাড়াও চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনের প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয়ে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন আজাদীকে জানান, চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আমারা প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য বলেছি। উনারা নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের সময় একজন প্রার্থী ৫ জনের বেশি সমর্থক ও লোকবল নিয়ে কেউ আমাদের কার্যালয়ে আসেননি। এটা রাজনৈতিক দল গুলোর একটা ভালো দিক। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা সুন্দর ভাবে মনোনয়ন ফরম জমা দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল ২৯ ডিসেম্বর সোমবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই আজ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০জন।

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৬৫টি এবং বুথের সংখ্যা ১২৫৯৫টি।

পূর্ববর্তী নিবন্ধআসন্ন নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া আর নেই