চট্টগ্রামে ১১ মাসে ৩ লাখ নমুনা পরীক্ষা, দুদিনে ৪ মৃত্যু

একদিনে শনাক্তের হার দেশের গড় হারের দ্বিগুণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত রোববার ১ হাজার ৪০৯ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১১৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ৮.০১ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। শনাক্তের এই হার সারাদেশের শনাক্তের হারের তুলনায় ২ গুন। এদিন সারাদেশে ১৩ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষায় ৫৮৫ জনের সংক্রমন শনাক্ত হয়েছে। হিসেবে সারাদেশে সংক্রমনের গড় শনাক্তের হার ৪.৩১ শতাংশ।
নতুন শনাক্ত ১১৩ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা ৩৫ হাজার ছুঁই ছুঁই। রোববার পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৯৯ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে আরো ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর আগের দিনও ২ জনের মৃত্যু হয়। হিসেবে দুদিনে ৪ জনের মৃত্যু হলো। আর আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৩৭৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে- গত কয়েকদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন হঠাৎ বেড়ে গেছে চট্টগ্রামে। মানুষের অসতর্কতায় সংক্রমন আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। অধিকাংশের মুখে মাস্কও দেখা যায়না। তাদের ধারণা যেন দেশে করোনা বলতে কিছু নেই। এমন অবহেলায় করোনার সংক্রমন আরো বাড়তে পারে। তাই সতর্ক হয়ে মুখে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, রোববারের ১ হাজার ৪০৯টিসহ এ পর্যন্ত মোট ২ লাখ ৯৯ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। সোমবার এ সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যাবে। হিসেবে ১১ মাসে পরীক্ষাকৃত নমুনার সংখ্যা ৩ লাখ পূর্ণ হচ্ছে চট্টগ্রামে। ২০২০ সালের ২৬ মার্চ ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
এদিকে, পরীক্ষাকৃত প্রায় ৩ লাখ নমুনার মধ্যে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৯৯৯ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১১.৬৭ শতাংশ। নতুন ৬০ জনসহ এ পর্যন্ত ৩২ হাজার ১৮১ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৯১.৯৪ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
রোববার চট্টগ্রামে করোনা শনাক্ত ১১৩ জনের মধ্যে ৯৩ জন মহানগরীর এবং ২০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআমার সততা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই : আমীর খসরু
পরবর্তী নিবন্ধরাজাখালীতে লাইসেন্সবিহীন বিটুমিন মিক্সার প্লান্ট