চট্টগ্রামে ১১ দলীয় জোটের কে কোন আসনে

জামায়াতে ইসলামী ৯, এলডিপি ২, এনসিপি ১, ইসলামী আন্দোলন ১, নেজামে ইসলাম পার্টি ১, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস ১টি করে আসনে লড়বে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতায় চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে জামায়াতে ইসলামী ৯টি, এলডিপি ২টি, এনসিপি ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি, খেলাফত মজলিস ১টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও নেজামে ইসলাম পার্টি ১টি আসনে লড়বে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার বৈঠকে সারাদেশে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতে ইসলামীর ৯ আসন : জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতায় চট্টগ্রামে জামায়াতে ইসলামী ৯ আসন নিজেদের জন্য রেখেছে। আসনগুলো হলচট্টগ্রাম(মীরসরাই), চট্টগ্রাম(ফটিকছড়ি), চট্টগ্রাম(সন্দ্বীপ), চট্টগ্রাম(সীতাকুণ্ড), চট্টগ্রাম(রাউজান), চট্টগ্রাম(রাঙ্গুনিয়া), চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহরপাহাড়তলী), চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া), চট্টগ্রাম১৬ (বাঁশখালী)। চট্টগ্রাম(মীরসরাই) আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান, চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম(সন্দ্বীপ) আসনে মুহাম্মদ আলা উদ্দীন, চট্টগ্রাম(সীতাকুণ্ড) আসনে মো. আনোয়ার ছিদ্দিক, চট্টগ্রাম(রাউজান) আসনে মো. শাহজাহান মঞ্জু, চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনে এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহরপাহাড়তলী) আসনে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম।

এলডিপির ২ আসন : চট্টগ্রামে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট এলডিপিকে দেয়া হয়েছে ২টি আসন। আসন দুটি হলচট্টগ্রাম১২ (পটিয়া) ও চট্টগ্রাম১৪ (চন্দনাইশ)। চট্টগ্রাম১২ পটিয়া আসনে এলডিপির প্রার্থী এম এয়াকুব আলী ও চট্টগ্রাম১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক আসনে দলটির প্রার্থী ওমর ফারুক।

এনসিপির ১ আসন : ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে জাতীয় নাগরিক পার্টিএনসিপিকে চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনটি দেয়া হয়েছে। এই আসনে এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ।

নেজামে ইসলাম পার্টির ১ আসন : ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে নেজামে ইসলাম পার্টিকে চট্টগ্রাম(কোতোয়ালী) আসনটি দেয়া হয়েছে। এ আসনে দলটির প্রার্থী মো. নেজাম উদ্দীন।

বাংলাদেশ খেলাফত মজলিসের ১ আসন : চট্টগ্রাম(হাটহাজারী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি আসন দেয়া হয়েছে। এ আসনে দলটির প্রার্থী মো. নাসির উদ্দীন।

খেলাফত মজলিসের ১ আসন : ১১ দলীয় জোটের আসন সমঝোতায় চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনটি খেলাফত মজলিসকে দেয়া হয়েছে। এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ ইমরান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ আসন : ১১ দলীয় জোটের আসন সমঝোতায় চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেয়া হলেও আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে দলটির প্রার্থী মো. নূর উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এবার সারাদেশে তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন।

পূর্ববর্তী নিবন্ধ২৫৩ আসনে সমঝোতা, জামায়াত ১৭৯ ও এনসিপি লড়বে ৩০ আসনে
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর