কিডনি রোগী কল্যাণ সংস্থার স্বপ্ন কিডনি মেডিকেল কমপ্লেক্সের ১ম প্রকল্প বাস্তবায়নের লক্ষে ১০০ শয্যার ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও সংস্থার আজীবন সদস্য ওয়াহিদ মালেক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উপদেষ্টা অ্যাডভোকেট বজলুর রশিদ মিন্টুর নেতৃত্বে এই যাত্রা শুরু হয়েছে। গত ১৫ জুলাই পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে সংস্থার সভাপতি এস এম জাহেদুল হকের সভাপতিত্বে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী সভায় কিডনি রোগীদের ডায়ালাইসিস সংকট নিরসনে কিডনি রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে সিসিইউ, আইসিউসহ আধুনিক সুযোগ–সুবিধা সম্বলিত কেপিডাব্লিউএ এম এ মালেক প্রতিষ্ঠার এই উদ্যোগ গ্রহণ করা হয়।
নিজস্ব ভূমি ও ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন সাব–কমিটির আহ্বায়ক ওয়াহিদ মালেক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজাদী পরিবার সবসময় ভালো উদ্যোগের সাথে ছিলো আছে এবং থাকবে। তিনি বলেন, ক্রমবর্ধমান কিডনি রোগীদের চরম দুরবস্থায় মানবিক সমাজ চুপ থাকতে পারে না। আমাদের প্রচেষ্টায় একজন রোগীও যদি চিকিৎসা পায় ও বেঁচে থাকে তবেই আমাদের সার্থকতা। পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, কিডনি রোগীদের চরম দুরবস্থার আমি একজন প্রত্যক্ষ সাক্ষী। কোনো পরিবারে একজন কিডনি রোগী থাকা মানে সেই পরিবার যতই বিত্তশালী হোক, দিনশেষে সেই পরিবার নিঃস্ব।
তিনি আরো বলেন, চিকিৎসার সকল কাঁচামাল, যন্ত্রপাতি, মেশিনারিজ, মেডিসিন ইত্যাদির উপর আমদানি কর মওকুফ করা হলে চিকিৎসা ব্যয় বহুলাংশে হ্রাস পাবে এবং অসংখ্য চিকিৎসা বঞ্চিত রোগীর জীবন বাঁচাতে সরকারের এই উদ্যোগ অসমান্য অবদান রাখবে।
জামালুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মা ও শিশু হাসপাতালের উপ–পরিচালক প্রশাসন সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোশারফ হোসাইন, প্রতিষ্ঠাতা সহ–সভাপতি মো. ইব্রাহিম, যুগ্ম সম্পাদক মো. আরিফ, পার্কভিউ হসপিটালের কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সৈয়দ আবু মুসা, শফিক আহমেদ সাজীব, আহসান হাবীব বাবু, মো. নজরুল হোসাইন শুকরিয়া, মো. আলমগীর, কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম আবদুল মোবারক, অ্যাড. মহিউদ্দিন, এম এ মাসুদ, মো. হোসাইন, অ্যাড. মো. নুরুল আনোয়ার প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ ৬টি উপ–কমিটি যথাক্রমে নিজস্ব ভূমি ও ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন উপ–কমিটি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট সোসাইটি সাব কমিটি, স্বাস্থ্য সেবা ও রোগী কল্যাণ উপ–কমিটি, তথ্য–প্রযুক্তি বিষয়ক উপ–কমিটি, প্রবাসী সংযোগ উপ–কমিটি, ঢাকা উপ–কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।