চট্টগ্রামের অক্সিজেন রউফাবাদ এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হেলে পড়া ভবনসহ পাশের তিনটি ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভবনটি হেলে পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা জালাল আহমেদ।
জালাল আহমেদ জানান, রৌফাবাদ আবাসিক এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হেলে পড়া ভবনসহ পাশের তিনটি ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হেলে পড়া ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জান-মালের ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
ভবন হেলে পড়ার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম জলবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ভবনের পার্শ্ববর্তী একটি খাল খনন করা হচ্ছিল। খাল খননের ফলে ভবনের দুইটি ভিত্তির মাটি সরে যায়। ফলে পুরো ভবনটি হেলে পড়ে।
এই ভবনটির ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্রকৌশলীরা সরেজমিনে পরীক্ষা নিরিক্ষা করে মতামত জানাবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে।