চট্টগ্রামে হাসপাতাল থেকে যুবককে তুলে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ১২:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এক যুবককে তুলে নেওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে পাঁচলাইশ মডেল থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭), ও শাহাদাত হোসেন শান্ত (২০)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ফয়সাল মাহমুদ নামের এক ব্যক্তি চট্টগ্রাম শহরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কম্পানিতে মার্কেটিং সেলস্ অফিসার হিসেবে কর্মরত।

তিনি রবিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার ভিজিটে যান। হাসপাতালের চতুর্থ তলায় অবস্থানকালে মোহাম্মদ আবুল সাজ্জাদ আদর, আশরাফুল আমিন, মো. তারিক আসিফ, শাহাদাত হোসেন শান্ত ও আমিমুল এহসান ফাহিমসহ আরো ৪-৫ জন তাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়থাপ্পড় ও লাথি মারে।

ওসি বলেন, একপর্যায়ে জোরপূর্বক টেনেহিঁচড়ে হাসপাতাল থেকে বের করে একটি হাইস গাড়িতে করে অপহরণ করে চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে আটক করে রাখেন। আসামিরা বাদীর ছেলেকে পরিত্যক্ত বিল্ডিংয়ে আটক রেখে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর ভয়ভীতি দেখিয়ে ব্যাংকের কার্ড দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে নেয়।

তিনি আরো বলেন, তারা ভুক্তভোগীকে চকবাজার প্যারেড মাঠে এনে ছেড়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা জসিম উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হাসপাতাল থেকে যুবককে তুলে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধএকাদশ গ্রেডে বেতনের আশ্বাসে শিক্ষক আন্দোলনের সমাপ্তি