চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকা থেকে ৫১টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে রাউজান থানার ১৩টি, লোহাগাড়া থানায় ৭টি, আনোয়ারা থানায় ৬টি, চন্দনাইশ থানায় ২টি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ও জোরারগঞ্জ থানায় ৭টি ফোন রয়েছে। এ বিষয়ে গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত সময়ে এই মোবাইলগুলো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যায়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অনেকে ফেইসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনে লোভে পড়ে মোবাইল কিনে প্রতারিত হয়েছেন। অনেক সময় মোবাইলের আইএমইআই নম্বর ভুয়া থাকে। তিনি বলেন, পুরনো মোবাইল ফোন কেনার সময় বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বঙ, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি কেউ মোবাইল হারালে দ্রুত থানায় জিডি করার অনুরোধ জানাচ্ছি। কারণ এসব ফোন অপরাধে ব্যবহৃত হলে দায় গিয়ে পড়বে মালিকের ওপর।