চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ। গতকাল জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, সেক্রেটারি অ্যাড. কাশেম কামাল, প্রধান সমন্বয়কারী অ্যাড. বদরুল হুদা মামুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদ (বীরু), সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অ্যাড. এনামুল হক, পরিষদের সমন্বয়ক অ্যাড. কাজী আশরাফুল হক আনসারী, সদস্য অ্যাড. বদরুল রিয়াজ, অ্যাড. এ বি এম উমর আলী এবং অ্যাড. শহিদুল ইসলাম।
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ জানায়, রপ্তানি বাণিজ্যের ৭৫ শতাংশ এবং আমদানি বাণিজ্যের ৮০ শতাংশ সংঘটিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। রাজস্ব আয়ের ৬০ ভাগ আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। জিডিপিতে চট্টগ্রামের অবদান ১২ শতাংশ। দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে এই চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। কিন্তু চট্টগ্রামবাসীর আইনগত অধিকার নিশ্চিতে দীর্ঘদিনের প্রত্যাশিত হাইকোর্টের সার্কিট বেঞ্চ চট্টগ্রামে এখনো স্থাপন করা হয়নি। সংশ্লিষ্টরা এটিকে দুঃখজনক উল্লেখ করে বলছেন, বৃহত্তর চট্টগ্রামের বিচার প্রার্থীদের এখন একটাই প্রাণের দাবি, সেটি হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা হোক।