সম্প্রতি সরকারের আইন ও বিচার সংস্কার কমিটি কর্তৃক চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ (এডমিরালটি ও কোম্পানি জুরিসডীকশনসহ) প্রতিষ্ঠার সুপারিশকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের বর্তমান ও সাবেক ৩১৫ জন আইনবিদ। তাদের মধ্যে আছেন– চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার (হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের বর্তমান আহ্বায়ক), অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা, মাহাবুব উদ্দিন আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, রেজাউল করিম চৌরী (রেজা), দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল কুদ্দুস, সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, বর্তমান সভাপতি আবদুস সাত্তার, সেক্রেটারী হাসান আলী চৌধুরী, সাবেক সেক্রেটারী আবদুর রাজ্জাক, সাবেক এজিএস কাশেম কামাল, বর্তমান এজিএস ফজলুল বারি, আনোয়ারুল ইসলাম চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী, মো. রফিকুল কাদের, মো. সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ শিবু, ফয়েজ উল্লাহ, চন্দন দাশ, রতন কুমার রায়, সৈয়দ মোক্তার আহমদ, মুহাম্মদ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাইফুদ্দিন মাহমুদ, সুভাষ চন্দ্র লালা, এম এ সোবহান, মো. খোরশেদ আলম চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন আকতার, আখতার কবির চৌধুরী, মো. নজমুল আহসান খাঁন (আলমগীর), মনতোষ বড়ুয়া, হুমায়ুন কবির রাসেল, রতন কুমার রায়, মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুক, জিয়াউদ্দিন আহাম্মদ, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মাহবুবুল আলম, অশোক কুমার দাশ, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আবদুর রশীদ, এস এম জাহেদ বীরু, মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ আইয়ুব খান, এ এইচ এম জিয়াউদ্দিন, মানবাধিকার নেতা জিয়া হাবীব আহ্সান, এএইচএম জসীম উদ্দিন, এ এস এম বজলুর রশিদ (মিন্টু), সৈয়দ মোহাম্মদ হারুন, বদরুল হুদা মামুন, নুরুল আমীন, ছরোয়ার কামাল, শফিক উল্লাহ্, সৈয়দ আবুল কাশেম, নুরুল ইসলাম, শংকর প্রসাদ দে, মানস দাস, মাহফুজুল আলম, কাজী মাফজুর রহমান, রবিউল রিয়াজ, কাজী আশরাফুল হক আনসারী, কাইসার হামিদ, ওমর ফারুক, মো. হাসান আলী ও মো. বদরুল হাসান।
বিবৃতিদাতারা বলেন, বিভাগীয় শহর চট্টগ্রাম তার জনসংখ্যা, ভৌগলিক অবস্থান ও জনসংখ্যানুপাতে পৃথক ও পূর্ণাঙ্গ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। ঢাকা কেন্দ্রিক আমলাতান্ত্রিক বুদ্ধিজীবী, স্বার্থান্বেষী মহল কর্তৃক এ যৌক্তিক দাবির বিরোধীতা করা হচ্ছে, যা নতুন কিছু নয়। তাদের এ বিরোধীতা বৈষম্যমূলক। দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে সংস্কার প্রস্তাবের আলোকে চট্টগ্রামে অবিলম্বে হাইকোর্টের পূর্ণাঙ্গ স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার জোর দাবিও জানান বিবৃতিদাতারা। বিবৃতিদাতারা এ দাবির সমর্থনে দুর্বার গণআন্দোলনের জন্য বৃহত্তর চট্টগ্রামবাসী প্রস্তুত আছে মর্মে ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি