চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, মুখ ও চোয়ালের রোগ, দুর্ঘটনাজনিত আঘাত এবং ওরাল ক্যানসারের চিকিৎসায় বিশেষায়িত জনবল ও অবকাঠামো গড়ে তোলা এখন জনস্বাস্থ্যের একটি অগ্রাধিকার বিষয়। গতকাল শুক্রবার নগরীর ঐতিহ্যবাহী চিটাগং ক্লাবে অনুষ্ঠিত মৌখিক ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির উপর দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সম্মেলনটির আয়োজন করে চিটাগং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি স্টাডি গ্রুপ।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল স্বাস্থ্য জনস্বাস্থ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত ক্ষেত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩ বিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের মুখগহ্বরজনিত রোগে আক্রান্ত এবং দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় ওরাল ক্যানসার অন্যতম সাধারণ ক্যানসার হিসেবে চিহ্নিত। এই বাস্তবতা প্রমাণ করে, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল স্বাস্থ্য কোনো সীমিত বা বিশেষায়িত গোষ্ঠীর বিষয় নয়; বরং এটি একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ওরাল ক্যানসার শীর্ষস্থানীয় ক্যানসারগুলোর মধ্যে অন্যতম। তামাক, ধূমপানবিহীন তামাক এবং পান–সুপারি সেবন এর প্রধান কারণ। পাশাপাশি সচেতনতার অভাবে দেরিতে রোগ শনাক্ত হওয়ায় চিকিৎসার সাফল্য উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যদিকে দ্রুত নগরায়ণ, সড়ক দুর্ঘটনা এবং পেশাগত ঝুঁকির কারণে মুখ ও চোয়ালের জটিল ট্রমা ও ইনজুরির ঘটনা বাড়ছে, অথচ বড় শহরের বাইরে এই ধরনের বিশেষায়িত চিকিৎসা সেবা এখনও সীমিত।
স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের দায়িত্বের কথা তুলে ধরে মেয়র বলেন, ওরাল ক্যানসার প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি, তামাকবিরোধী কার্যক্রম জোরদার এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও কার্যকর রেফারেল ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, যাতে রোগীরা দ্রুত বিশেষায়িত চিকিৎসার আওতায় আসতে পারে।
তিনি আরও বলেন, একটি দ্রুত বর্ধনশীল মহানগর হিসেবে চট্টগ্রামের নগর স্বাস্থ্য পরিকল্পনায় ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল স্বাস্থ্যকে সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এ লক্ষ্যেই চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে দক্ষ জনবল তৈরি, গবেষণা সমপ্রসারণ এবং মানসম্মত চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সহ–সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, যুগ্ম মহাসচিব ডা. এস এম সারোয়ার আলম, অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মুহাম্মদ সরওয়ার কামাল, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মুহাম্মদ কামাল উদ্দিন, ডা. রাহাত খান, ডা. মো. কামরুল হাসান, ডা. মোহাম্মদ হোসেন ভূঁইয়া, ডা. মেহেদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












