চট্টগ্রামে হত্যা মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ডাকাতি, অস্ত্র এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার (১৯ মার্চ) খুলশী থানাধীন ফয়েজ লেক ও হাটহাজারী থানাধীন অলিপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের নাম মোঃ বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেলাল প্রকাশ জসিম (৪৪) ও মোঃ মাসুদুল হক (৪৫)।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেলাল প্রকাশ জসিম (৪৪) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানায় ডাকাতি মামলায় এবং কুমিল্লার নাঙ্গলকোট থানায় অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন। দীর্ঘ ১৩ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপন করছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে এক অভিযানে, একই দিন রাতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল হাটহাজারী থানাধীন অলিপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মাসুদুল হক (৪৫) কে গ্রেফতার করে। তিনি হাটহাজারী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের ৩১ দফা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক
পরবর্তী নিবন্ধপটিয়ায় দ্রুতগতির ট্রাক কেড়ে নিল মৌলভীর প্রাণ