চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার পলাতক আসামি মো. ইরফান (৪২)-কে গ্রেপ্তার করেছে র্যাব -৭।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) র্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার মো. ইরফান চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গশ্চি গ্রামের মৃত সৈয়দ মাওলানা তোফায়েলের ছেলে। র্যাব জানায় রাঙ্গুনিয়া থানার হত্যা মামলায় আদালত সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ পাঁচ বছর আত্মগোপনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব জানায়।