চট্টগ্রামে হচ্ছে ১১ জেলা নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

গত বছরের ৫ আগস্টের পর চট্টগ্রামের খেলাধুলা বলতে গেলে একেবারেই বন্ধ। জেলা ক্রীড়া সংস্থায় নেই কোন আয়োজন বা উদ্যোগ। বলতে গেলে ক্রীড়াবিদরা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কঠিন এই সময়ে ক্রিকেটারদের জন্য স্বস্তির একটা খবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই পরিচালক আকরাম খান এবং মনজুর আলম মঞ্জু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় তারা চট্টগ্রামে আয়োজন করতে যাচ্ছে একটি টিটোয়েন্টি টুর্নামেন্ট। অবশ্য এই টুর্নামেন্টটি চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা নিয়ে হবে। আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে এই টুর্নামেন্ট। সবগুলো ম্যাচই হবে সাগরিকাস্থ বীর শ্রেষ্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। চট্টগ্রাম বিভাগের ১১ টি দল দুই গ্রপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। আর গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেফিাইনালে। এরপর ফাইনাল। বিসিবির জেলা কোচরা এই দল গঠনে দায়িত্ব পালন করবে। টুর্নামেন্টটি জেলা দলের হলেও ১১টি দল স্পন্সর করবে নানা কোম্পানী। যেখানে রয়েছে ইস্পাহানী গ্রুপ, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানীজ, কন্টিনেন্টাল গ্রুপ, এশিয়া গ্রুপ এবং ফর্টিস গ্রুপ। এই প্রতিষ্টান গুলো এক বা একাধিক দলের দায়িত্ব নেবে। টুর্নামেন্টে কেবল স্ব স্ব জেলার ক্রিকেটাররা খেলতে পারবে। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে একটি প্রাথমিক সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই পরিচালক আকরাম খান এবং মনজুর আলম মঞ্জু। দুই সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানী এবং ফিরোজ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবির এবং এশিয়া গ্রুপের ডিএমডি সাকিব আহমেদ সালাম। বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান যেহেতু চট্টগ্রামে খেলাধুলা হচ্ছেনা তাই আমরা চিন্তা করেছি একটি টুর্নামেন্ট দিয়ে অন্তত ক্রিকেটারদের খেলার মধ্যে রাখা যায় কিনা। সে হিসেবে ক্রিকেট বোর্ডের সহায়তায় এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি আমরা। তিনি বলেন আশা করছি এই টুর্নামেন্টটি বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ন হবে। কারন যেহেতু জেলা দল সমুহ অংশ নেবে এই টুর্নামেন্টে।

বিসিবির আরেক পরিচালক মনজুর আলম মঞ্জু বলেন আগামী সেপ্টেম্বরে রয়েছে জাতীয় ক্রিকেট লিগের টিটোয়েন্টি ভার্সন। এই টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রামের এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রস্তুতিতে নিশ্চয়ই বেশ সহায়তা করবে। তাই আমরা চিন্তা করেছি চট্টগ্রামে একটি টুর্নামেন্টের আয়োজন করার। চট্টগ্রামের কয়েকটি শিল্প প্রতিষ্টান এগিয়ে এসেছে টুর্নামেন্টকে সফল করতে। তিনি বলেন আমরা আশা করছি এই টুর্নামেন্ট চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে কিছুটা হলেও জাগিয়ে তুলতে সহায়তা করবে। এই টুর্নামেন্টে আকর্ষনীয় প্রাইজমানি থাকার কথাও জানিয়েছেন বিসিবির দুই পরিচালক আকরাম খান এবং মনজুর আলম মঞ্জু। যদিও টুর্নামেন্টের সবকিছু আরো কিছুদিন পর পরিষ্কার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পার্বতী স্কুল মাঠে মাসব্যাপী মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই