চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল

এবার তারিখ নয়,বদলে গেল ভেন্যুও

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী দর্শকদের এবার হতাশ হতে হচ্ছে। বিপিএলের সূচিতে আরেক দফা পরিবর্তন এসেছে। এবার শুধু খেলার তারিখ নয়, বদলে গেছে ভেন্যুও। চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল। চট্টগ্রাম পর্বের সব খেলা হবে সিলেটে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষিতে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছিল দুই দফায়। আগের নির্ধারিত তারিখেই টুর্নামেন্ট শেষ করার জন্য ভেন্যু ও সূচিতে পরিবর্তন এনে টুর্নামেন্টের বাকি অংশের সূচি নতুন করে ঘোষণা করা হয় বুধবার বিকেলে। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুর পর এ দিনের দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি। শুরুতে জানানো হয়েছিল, ম্যাচ দুটি হবে বুধবার। তবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণার পর সূচিতে পরিবর্তন আনা হয় আরেক দফায়। তখন জানানো হয়, মঙ্গলবারের স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে রোববার, সিলেটের অন্য ম্যাচগুলির সূচি আগের মতোই থাকবে। তবে চট্টগ্রাম পর্বের সূচিতে যে পরিবর্তন আসবে, সেটা বোঝা যাচ্ছিল তখনই। শেষ পর্যন্ত চট্টগ্রাম থেকে সব খেলাই সরিয়ে নিল বিসিবি। সিলেটে খেলা শেষ হওয়ার কথা ছিল রোববার। এখন সিলেট পর্ব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, দলগুলির ভ্রমণ, লজিস্টিক্যাল বিভিন্ন সমস্যা, সমপ্রচারসরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা ভাবনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া টিটোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারটিও মাথায় রাখতে হয়েছে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে। আগের সূচি অনুযায়ী বিপিএলের ফাইনাল ছিল ২৩ জানুয়ারি। চট্টগ্রামে খেলা চালাতে গেলে অন্তত দিন দুয়েক পেছাতে হতো ফাইনালের তারিখ। কিন্তু বিপিএল শেষ হওয়ার পরপরই টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। নতুন সূচিতেও তাই ফাইনাল ম্যাচ থাকছে ২৩ জানুয়ারিই। মাঝের হারিয়ে যাওয়া সময়টুকুর প্রভাব পড়ল শুধু চট্টগ্রাম পর্বের ওপর। ঢাকা পর্বের খেলা আগের মতোই শুরু হবে ১৫ জানুয়ারি। সংশোধিত সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিযোগিতা ঢাকায় স্থানান্তরিত হবে। ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। একই দিনে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ হিসেবে প্রথম কোয়ালিফায়ার আয়োজন করা হবে। এক দিনের বিরতির পর ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের দর্শকদের কাছে দুঃখ প্রকাশ
পরবর্তী নিবন্ধমৃত্যুর দৃশ্যের শুটিংয়ের পর নন্দিনীর ‘আত্মহত্যা’