হকি কেন্দ্রের উদ্যোগে নতুন হকি আম্পায়ার সৃষ্টির লক্ষে আম্পায়ার প্রশিক্ষণ কোর্সের মান নির্বাচনী পরিক্ষা এবং উত্তীর্ণদের সনদ প্রদান অনুষ্ঠান গত ১৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। ৯ হতে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই কোর্সের শুরুতে চট্টগ্রামের সাবেক কৃতী হকি সংগঠক মরহুম নাসিরুদ্দিন এবং মরহুম মুহাম্মদ ইউসুফ এর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। কেন্দ্রের ১নং ইউনিট মিউনিসিপ্যাল কার্যালয়ে অনুষ্ঠিত এই কোর্সে মোট দুটি ব্যবহারিক ক্লাস সহ মোট ছয়টি সেশন শেষে মান নির্বাচনী পরিক্ষায় ৮জন প্রশিক্ষণার্থী উত্তীর্ণ হয়। সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার সালাহ উদ্দিন শাহরিয়ার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র পরিচালনা বোর্ডের সদস্য মোশফেকুর রহমান আরমান। উল্লেখ্য এই কোর্স পরিচালনা করেন হকি ফেডারেশনের জাতীয় গ্রেডের আম্পায়ার ও হকি কোচ মহসিনুল হক চৌধুরী।