চট্টগ্রামে সৎবাবার হাতে কিশোরী মেয়ে ধর্ষণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৩:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সৎবাবার হাতে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করা হলেও ঘটনা গতকাল বুধবার (২০ জুলাই) প্রকাশ পায়। ওইদিন রাতেই থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর (৪৫) ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা। পতেঙ্গায় চায়ের দোকান করে জীবীকা নির্বাহ করতেন।

জানা যায়, ৬ বছর আগে জাহাঙ্গীররের সাথে ভিক্টিম কিশোরীর মায়ের বিয়ে হয়। ওই কিশোরী তার মায়ের প্রথম ঘরের সন্তান। কিশোরীর মা পেশায় গার্মেন্টস কর্মী। দিনের বেশির ভাগ সময় গার্মেন্টসে থাকেন। এই ফাঁকে পাষণ্ড সৎ বাবা সুযোগ নেন। একাধিকবার দোকান ফেলে বাসায় এসে কিশোরী মেয়েকে ধর্ষণ করেেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ওই কিশোরীর মা বাদী হয়ে সৎবাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। ভিক্টিম কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ (ওসিসি) ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল চবি
পরবর্তী নিবন্ধরাঙামাটির বাঘাইছড়িতে আগুনে ৭০ দোকান-ঘর পুড়ে ছাই