চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে অমল কৃষ্ণ নাথ টুটুল (৪৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকবাজার থানাধীন দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তার টুটুল চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। যদিও সে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অমল কৃষ্ণ নাথ টুটুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিল কারকে, আহত ২
পরবর্তী নিবন্ধরাউজানে দুর্বৃত্তের মোহাম্মদ আলমগীর নিহত