ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রাম জেলাধীন স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে মেডিকেল টিম গঠন করে প্রস্তুত রাখারও নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি পুনঃআদেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হলো এবং ইউএইচএফপিওসহ (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) সকল চিকিৎসক/কর্মকর্তা/কর্মচারীর বাধ্যতামূলক কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এছাড়া জেলার প্রত্যেক জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে এবং আরবান ডিসপেনসারি ও প্রতি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা বলা হয়েছে নির্দেশনায়। মেডিকেল টিম গঠন ও প্রস্তুত রাখা সংক্রান্ত তথ্য জেলা কন্ট্রোল রুমে পাঠাতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় বাফার স্টক (ওষুধ, স্যালাইন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রভৃতি) মজুদ রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।