চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের বর্ধিত সভা

| শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কমিটির সদস্যদের অংশগ্রহণে এক বর্ধিত সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল্ত স্কুল ও কলেজ পর্যায়ে গণসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সবুজ টিম’ গঠন, পরিবেশবান্ধব প্রতিষ্ঠানকে ‘গ্রীন ক্যাম্পাস’ ঘোষণা, পলিথিন ফ্যাক্টরি নিয়ন্ত্রণে পদক্ষেপ, ইউক্যালিপটাসসহ ক্ষতিকর গাছ বিক্রি বন্ধ, ‘পলিথিনমুক্ত মডেল বাজার’ গঠন এবং হালদা ও কর্ণফুলী নদী দূষণমুক্ত করার উদ্যোগ।

সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা কেবল দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার অঙ্গীকার। পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ ও সহ সভাপতি এস এম মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মারুফ উল ইসলাম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, জিয়াউল হক সোহেল, রিদুয়ানুল হক রিদু, এস. এম. তানভীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবারইয়ারহাট কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ
পরবর্তী নিবন্ধদীঘিনালা বন বিহারে ২৬তম কঠিন চীবর দান উৎসব