চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২২২ জন, ৭৮% রোগী শহরের

| বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে চট্টগ্রামে ২২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা চলতি বছরের মধ্যেও সবচেয়ে বেশি। এ মাসে আক্রান্ত মোট রোগীর ৭৮ শতাংশই চট্টগ্রাম মহানগরের এবং বাকি ২২ শতাংশ রোগী বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও এখনও শঙ্কার কিছু নাই বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। খবর বাংলানিউজের।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট ৩৭১ জন রোগীর মধ্যে ৮৩ শতাংশ বা ৩০৮ জনই চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা। বাকি ১৭ শতাংশ বা ৬৩ জন রোগী বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে পুরুষ ১৭০ জন, নারী ১০১ জন এবং শিশু রয়েছে ১০০ জন। স্বাস্থ্য বিভাগের দাবি, ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়লেও জনসংখ্যা অনুপাতে আক্রান্তের সংখ্যা খুবই নগন্য। তাই এখনই ভীতি ছড়ানোর মত কোনো ঘটনা ঘটেনি। তবে অবশ্যই সচেতন থাকার পরামর্শ তাদের।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ম্যাক্সিমার পেছনে ট্রাকের ধাক্কা নারী আহত
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর