জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ এর সূচনা হয়েছে। ঢাকাস্থ আর্মি স্টেডিয়াম থেকে সূচিত এই কর্মসূচির পাশাপাশি ডিজিটাল ম্যারাথনে ( ৫ কিঃ মিঃ, ১০ কিঃ মিঃ , ২১,০৯৭ কিঃ মিঃ এবং ৪২.১৯৫ কিঃ মিঃ ) দেশব্যাপী ১০ লক্ষ মানুষের অংশগ্রহণের একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ এর ডিজিটাল ম্যারাথনের অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম সেনানিবাসের শান্তিছায়া থেকে কেন্দ্রীয়ভাবে এর সূচনা করা হয়। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীন কবুতর ও বেলুন উড়িয়ে ম্যারাথন উদ্বোধন করেন। এই সময় চট্টগ্রাম সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সামরিক সদস্যগণ এই ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার / ফেস্টুন ও বিভিন্ন রংয়ের পতাকা সজ্জিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর ডিজিটাল অংশে ২৪ পদাতিক ডিভিশনের ১০,০০০ সামরিক সদস্য এবং দায়িত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ৭০ হাজার বেসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এই ডিজিটাল ম্যারাথন ১০ জানুয়ারি ২০২১ হতে আগামী ০৭ মার্চ ২০২১ পর্যন্ত চলমান থাকবে। এতে অংশগ্রহণকারীগণ নিজ সময়ে অ্যাপ ব্যবহারের মাধ্যমে ম্যারাথনে অংশ নিতে পারবেন। এদিকে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীনের নির্দেশনায় বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি এবং অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ১৭ মার্চ ২০২০ তারিখ হতে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ‘মুজিব বর্ষ’ উদযাপন করা হচ্ছে । মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে বিভিন্ন কর্মসূচি পালন করছে।