চট্টগ্রামে সুস্থতার হার বেড়েছে সাড়ে তিন গুণ

২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনা সংক্রমণের চেয়ে বাড়ছে সুস্থতার হার। সিভিল সার্জন অফিস কতৃক প্রকাশিত গত ২৪ ঘণ্টার হিসেবে এ চিত্র দেখা গেছে। দেখা গেছে, নতুন আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ। নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা যেখানে ১১১ জন, সেখানে সুস্থ হয়ে উঠার সংখ্যা ৩৭৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনার আঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরীর বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৬২৬ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নগরীর ৪৪৮ জন ও জেলার ১৭৮ জন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৪৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ১১১ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪২ হাজার ৭৬৫ জন ও জেলার ১০ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৬৮ হাজার ৮৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন অফিস জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৩৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৪৫৩ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৫ হাজার ৮৫৭ জন এবং হোম আইসোলেশেনে থেকে সুস্থ হন ৩৫ হাজার ৫৯৬ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ৩০ জন ও ছাড়পত্র নেন ৭৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৪৪ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নগরীর ৮টি, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এবং কঙবাজার সরকারি মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১১১ জনের মধ্যে শহরের ৭৪ জন, এবং ১২টি উপজেলার ৩৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ১৯ জন, সীতাকুণ্ডে ৪ জন, রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা ও সাতকানিয়ায় ২ জন করে এবং মীরসরাই, সন্দ্বীপ, ফটিকছড়ি, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৭ জন নগরীর ও জেলার ১৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২২ জন ও জেলার ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১০৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯ জন নগরীর ও ৬ জন জেলার বাসিন্দার করোনা পজেটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ২টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে জেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ জনের পজেটিভ শনাক্ত হয়। শেভরণে ২২০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৬ জন ও জেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও জেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আরটিআরএল চট্টগ্রামে ২৭টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৮ জন ও জেলার ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ১৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ৩০ মৃত্যু আক্রান্ত ১৬৮৭
পরবর্তী নিবন্ধঅনলাইনে বিজ্ঞাপন দিয়ে চোরাই ফোন বিক্রি, গ্রেপ্তার ২