চট্টগ্রামে সুজুকি গাড়ির ফ্রি সার্ভিসিং ক্যাম্প

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড। উত্তরা মোটর্স সবসময় গাড়ির ক্রেতাদের চাহিদা মোতাবেক সময় উপযোগী গুণগত মানের আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী সুজুকি গাড়ি সফলতার সহিত বাজারজাত করে আসছে। এর পাশাপাশি বিক্রয় পরবর্তী সেবার উপরও গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের নাসিরাবাদ, ষোলশহরের উত্তরা মোটর্স’র সার্ভিস সেন্টারে সারাদিন ব্যাপী সুজুকি গাড়ির ফ্রি সার্ভিসিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উত্তরা মোটর্স’র প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমানের সার্বিক তত্বাবধায়নে এ ফ্রি সার্ভিসিং ক্যাম্পে ৫০টিরও বেশি সুজুকি গাড়ি স্বয়ংক্রিয় ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা ফ্রি চেকাপ ও সার্ভিস করা হয়। এভাবে সারাদেশে ১১টি শাখা অফিস ও ৮টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সুজুকি গাড়ির সেবা প্রদান করে আসছে উত্তরা মোটর্স। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের নির্দেশনা অনুসারে পরীক্ষা ক্লাস অব্যাহত থাকবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির স্থাপত্য বিভাগে শিক্ষা কার্যক্রম বিষয়ক সভা