চট্টগ্রামে সিপিবির সমাবেশ কাল

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

তেল, চাল, ডাল, চিনি, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শনিবার চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করবে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি)। ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে সিপিবির কেন্দ্র ঘোষিত দাবি সপ্তাহ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় নগরীর সিনেমা প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন সিপিবির নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম। সর্বস্তরের নেতাকর্মী, ছাত্র-জনতাকে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দলের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাফরাবাদ ফাযিল মাদ্রাসার বার্ষিক সভা আজ
পরবর্তী নিবন্ধরাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি ভর করেছে