ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনটি দাবি বাস্তবায়নে পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ চট্টগ্রামের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট সকাল ১১টায় একই দিনে ঐক্য পরিষদ চট্টগ্রাম কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তিনটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো–চট্টগ্রামে পূর্বের ৪ হাজারের সাথে আরো ১০ হাজারসহ মোট ১৪ হাজার এবং একইভাবে ঢাকার জন্যও ঘোষিত ৫ হাজারের সাথে আরো ১৫ হাজারসহ মোট ২০ হাজার সিএনজিচালিত অটোরিকশার দ্রুত নিবন্ধন দিতে হবে ; অটোরিকশা ও অটোটেম্পো গাড়ির ক্ষেত্রে ‘পস্ মেশিনে’ অটোডাবল জরিমানার সিস্টেম বাতিল করে ঢাকার সাথে সামঞ্জস্য রেখে জরিমানা আদায় করতে হবে এবং সিএনজিচালিত থ্রি–হুইলার অটোরিকশার ক্ষেত্রে মালিকের অতিরিক্ত জমা নেওয়া বন্ধ করে সরকারি গেজেট অনুযায়ী বর্তমানে দৈনিক জমা নিতে বাধ্য করতে হবে। সরকারি গেজেট অমান্য করে চালকদের নিকট থেকে জোরপূর্বক অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন – ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ঐক্য পরিষদের আহ্বায়ক মো. হারুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক মো. মধু সরকার, যুগ্ম আহ্বায়ক মো. রাকিব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইসমাঈল, সদস্য সচিব মো. ফারুক হোসেন, সদস্য মো. ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।