চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় আগুন, কাভার্ডভ্যান ভাঙচুর

আটক ৩

আজাদী অনলাইন | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:৩৫ অপরাহ্ণ

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার চট্টগ্রামে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে একটি কাভার্ডভ্যান।

আজ সকালে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, নগরের আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগিয়ে দেন অবরোধকারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিএনজিচালিত অটোরিকশার ছাদের ওপরের অংশ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশার পাশে একটি কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওমর ফারুক, আলমগীর ও রুবেল। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ইয়াবা পাচার মামলায় একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে লংকানদের ২৮০ রানের টার্গেট