চট্টগ্রামে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় আনোয়ারার মো. রিয়াজ উদ্দিন (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন দেওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম পাশের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়াজ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার রবি আলীর বাড়ীর মুহাম্মদ মোস্তাফা আলীর পুত্র। সে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

লেখাপড়ার পাশাপাশি একটি খাবার সরবরাহ প্রতিষ্ঠানে চাকরি করত; শনিবার রাতে বাইসাইকেল যোগে খাবার ডেলিভারি করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই মো. আরিফুল ইসলাম (২১) বলেন, আমার ভাই পড়ালেখার পাশপাশি বাইসাইকেল যোগে খাবার সরবাহকারী প্রতিষ্ঠানে চাকরি করত। শনিবার রাত সাড়ে দশটার দিকে এক ব্যক্তি ফোন করে জানায় আমার ভাই এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিক আমরা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে সেখানে মৃতদেহ দেখতে পাই।

থানা পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানান, পাহাড়তলী বাজারের দিক থেকে আসা (চট্টমেট্টো-খ-১৩-৪৫৭৯) দ্রুতগতির সিএনজি অটোরিক্সা ধাক্কা দিলে সড়কে ছিকটে পড়ে মাথায় গুরুতর আহত হয় যুবক। ধাক্কায় ধুমড়ে মুচড়ে যায় সাইকেলটি। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঘাতক সিএনজি চালক তাকে চমেক হাসপাতালে নামিয়ে দিয়ে কৌশলে পালিয়ে যায়। নিহত যুবক বহদ্দারহাট থেকে সাইকেল যোগে অর্ডার ডেলিভারি শেষে মনছুরাবাদ বাসায় ফিরছিল বলে জানা গেছে।

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আনোয়ারার নিহত যুবককের লাশ বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছেন তার পরিবার। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ঘাতক সিএনজি চালক যুবককে হাসপাতালে এনে ভর্তি করান বলে হাসপাতাল সূত্রে আমরা জেনেছি। পরবর্তীতে মারা গেলে ওই চালক পালিয়ে যায়। তবে গাড়ির নাম্বার আর চালকের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। আশা করছি দ্রুত আইনের আওতায় আনা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে পরকীয়ার জেরে স্ত্রী আর প্রেমিকের হাতে স্বামী খুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্রশান্ত ছায়া ও রেকর্ড রুম উদ্বোধন