চট্টগ্রামে সালমান এফ রহমান-তার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১ কোটি ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ৬:১৬ পূর্বাহ্ণ

প্রতারণার মাধ্যমে ১ কোটি ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাহবুব রানা নামের এক ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন, সালমান এফ রহমানের ভাই সোহেল এফ রহমান ও ছেলে শায়ন এফ রহমান।

মামলার আরজিতে বলা হয়, ২০১০ সালে সালমান এফ রহমান ও বাকি দুই আসামির মালিকানাধীন প্রতিষ্ঠান জিএমজি এয়ারলাইনসের শেয়ার কেনার জন্য বাদী ২৫ লাখ টাকা পেঅর্ডার করেন। আসামিরা এর পরিপ্রেক্ষিতে একটি সনদও দেন। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, প্লেসমেন্ট শেয়ার বিক্রি পর কোম্পানির নামে আইপিও লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করে সিকিউরিটি এঙচেঞ্জে তালিকাভুক্ত হয়ে বেচাকেনা হয়। কিন্তু আসামিরা সে নিয়ম অনুসরণ করেননি। সিকিউরিটি এঙচেঞ্জে তালিকাভুক্ত না হয়ে তারা ব্যবসায়ী মাহবুব রানার ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার ৫৬৩ টাকা আত্মসাৎ করেছেন। বাদীর আইনজীবী সৈয়দ উল আমিন দৈনিক আজাদীকে বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার বিরুদ্ধে যুবলীগ কর্মীর মামলা
পরবর্তী নিবন্ধনিজের ব্যানার নিজে ছিঁড়ে শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা দিলেন মেয়র