বিদেশে উচ্চশিক্ষার সেবা এক ছাদের নিচে এনে চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ‘বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার’। সম্প্রতি চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় প্রতিষ্ঠানটি আয়োজন করে ‘বিগেস্ট মাল্টি ডেস্টিনেশন এডুকেশন রোডম্যাপ ২০২৫’ শীর্ষক এক্সপো।
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বিআইআইসি এর এক্সপার্ট কাউন্সিলর এবং বিশ্বের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের জন্য এক্সপোর মূল আকর্ষণ ছিল আইইইএলটিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় বাছাই, স্কলারশিপ এবং স্টুডেন্ট ভিসা সংক্রান্ত পরামর্শ সেবা।
বাংলায় আইইইএলটিএস চট্টগ্রাম শাখার সেবাসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসাইন। তিনি বলেন, “আমরা দেশের তরুণদের জন্য পড়াশোনার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই এক্সপো আয়োজন করেছি। শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা পেলে তারা আরও এগিয়ে যেতে পারবে।”
সকালে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলা এই এক্সপোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা IELTS ভর্তি, প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এক্সপোর বিশেষ সেশনে রাশেদ হোসাইন শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক আইইএলটিএস প্রস্তুতির কৌশল ও বিভিন্ন গন্তব্য দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর আলোকপাত করেন।
এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলায় আইইএলটিএস তাদের সব অফলাইন কোর্সে ২৫ শতাংশ ছাড় এবং IELTS রেজিস্ট্রেশন ফিতে ১০০ শতাংশ ক্যাশব্যাক অফার দেয়, যা শুধুমাত্র এই এক্সপোতে উপস্থিত শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য ছিল।
অনেক শিক্ষার্থী জানান, এই আয়োজন তাদের বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নে নতুন আত্মবিশ্বাস যুগিয়েছে। কেউ কেউ বলেন, এই ধরনের এক্সপো চট্টগ্রামের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এবং বাংলায় আইইএলটিএস-কে শিক্ষার্থীদের মাঝে আরও জনপ্রিয় করে তুলবে।