চট্টগ্রামে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানার অভিযানে সিআর সাজা ও পরোয়ানাভুক্ত ১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার (২১ জুন) বিকালে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামরি নাম মোঃ জুবাইদুল হক লিটন। থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ঐ ব্যক্তি নামে পাঁচলাইশ থানায় দায়রা- একটি সিআর সাজা এবং তিনটি সিআর ওয়ারেন্ট রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, আসামি জুবাইদুল হক লিটনের নামে একটি সিআর সাজা এবং তিনটি সিআর ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রাইভেটকারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫