চট্টগ্রাম নগরীতে মো: নজরুল ইসলাস নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হয়ে জানা যায়, নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, সিএমপি কোতোয়ালী থানার এএসআই রনেশ বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ নগরীর কোতোয়ালি থানাধীন কাজির দেউরির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, সিআর ১২৫/২১ দায়রা ৪০৬৭/২১ সংক্রান্ত সাজাপ্রাপ্ত আসামি মো. নজরুল ইসলামকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।