চট্টগ্রামে সাংবাদিক সেজে ডাকাতি, বৃদ্ধাকে জিম্মি করে স্বর্ণ লুট

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরে ঘটেছে এক অভূতপূর্ব কাণ্ড। সাংবাদিক পরিচয়ে একদল দুর্বৃত্ত নগরের খুলশী এলাকার একটি বাড়িতে প্রবেশ করে বৃদ্ধা গৃহকর্ত্রী ও তার গৃহকর্মীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং সদ্য কেনা একটি টয়োটা করোলা গাড়ি নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ পেলে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে, তবে সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানায়, দুপুরের দিকে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের ‘ টেলিভিশনের সাংবাদিক’ পরিচয় দিয়ে খুলশী আবাসিক এলাকার এক ভবনে প্রবেশ করে। তারা দাবি করে, ওই ভবনে ‘মাদক ও অবৈধ কার্যক্রম চলছে’—এমন তথ্যের ভিত্তিতে তারা অনুসন্ধানে এসেছে।

পুলিশ জানায়, কথিত সাংবাদিকরা সরাসরি ভবনের তৃতীয় তলায় গৃহকর্ত্রী আমিনা আহমেদের বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই তারা প্রশ্নবাণে জর্জরিত করেন বৃদ্ধাকে। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়—তারা জোরপূর্বক বাসায় প্রবেশ করে উপস্থিত সবাইকে, এমনকি গৃহকর্মীদেরও, মোবাইল ফোন কেড়ে নিয়ে একঘরে করে ফেলে। পরে বলে, “আপনার বাসায় অবৈধ জিনিস রয়েছে, আমরা অনুসন্ধানে এসেছি।”

এরপর তারা তল্লাশির নামে আলমারি, ড্রয়ার, বিছানার নিচে খোঁজাখুঁজি শুরু করে। সেই সময় বৃদ্ধা গৃহকর্ত্রী আমিনা আহমেদ প্রতিবাদ করলে একজন বলে ওঠে, “আমরা সাংবাদিক, আমাদের কাজে বাধা দিলে বিপদে পড়বেন।”

আমিনা আহমেদ জানান, কারও হাতে ওয়াকি-টকি ছিল, আবার কেউ ছবি তুলছিল। আমি ভেবেছিলাম সত্যিই হয়তো অনুসন্ধানে এসেছে। কিন্তু একপর্যায়ে দেখি আলমারির চাবি চাইছে, তারপর স্বর্ণালংকার, টাকা-পয়সা সব নিয়ে নিচ্ছে। শেষে বলে গাড়িটাও দেখতে হবে। আমাকে ধরে নিয়ে গিয়ে গাড়িসহ পালিয়ে যায় তারা।

গৃহকর্মী জানান, তারা নিচে নামার পর টয়োটা করোলা গাড়ির চাবি কেড়ে নিয়ে দ্রুত গাড়িটিসহ পালিয়ে যায় (কথিত) সাংবাদিকরা। পুরো ঘটনাটি ঘটে মাত্র ২০ মিনিটের ব্যবধানে।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, “জুমার নামাজের সময় ঘটনার সুযোগ নেয় দুর্বৃত্তরা। ভবনটি তখন প্রায় পুরুষশূন্য ছিল। গৃহকর্ত্রীর সন্তানরা বিদেশে থাকেন, তিনি গৃহকর্মীদের সঙ্গে বসবাস করছিলেন। খবর পেয়ে খুলশী থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “ঘটনাটি পরিকল্পিত ডাকাতির মতোই মনে হচ্ছে। সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই কাজ করেছে।দ্রুত আসামিদের ধরতে কাজ করছি আমরা।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতাকে দেখতে গিয়ে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে সরকারবিরোধী স্লোগান, আটক ৭