চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক একাদশ এবং সিএন্ডএফ এফসিসি এর মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ। সকালে নগরীর সাগরিকা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক একাদশ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্মকর্তা কর্মচারী এফসিসি যৌথভাবে এ ক্রিকেট ম্যাচের আয়োজন করে। ম্যাচ শেষে দৈনিক পূর্বদেশের স্পোর্টস ইনচার্জ সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তরবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, জিয়া পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব রোটারিয়ান জসিম উদ্দিন, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক আজাদীর সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, গাজী টিভির সাবেক ডেপুটি ইনচার্জ এম নাজমুল ইসলাম, ফটো সাংবাদিক মোহাম্মদ ফারুক।
এসময় অন্যদের মধ্যে সাইফুল ইসলাম, সুমন গোস্বামী, সুজন আশ্চর্য, শাখাওয়াত হোসেন, হারুন, টিপু, মিন্টু, ফরহাদ, নবাব, ইসবাদ, সাজু, ইরফান, অনিক, তানভির, নওষাদ, আরমান, আকিব, রবিন, নিলয়, রাসেল, ইমরান, সাইমুন, কাফেল সহ সিএন্ডএফ এফসিএ নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশকে ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের টার্গেট ছুড়ে দেয় সিএন্ডএফ এফসিএ। জবাবে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে সাংবাদিক একাদশ।