৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশন এএইচসিআই প্রাঙ্গণে জমকালো সংবর্ধনার আয়োজন করেছে। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ব্যবসায়িক, মিডিয়া, একাডেমিয়া, বাংলাদেশের সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ–ভারতের সম্পর্ক পরীক্ষিত এবং শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে। দুই দেশের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু।
তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে, ভারত ও বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে। নগরীর গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিমানবাহিনী চট্টগ্রাম এরিয়া প্রধান এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জাপা নেতা সোলায়মান আলম শেঠ, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, রামকৃষ্ণ মিশন চট্টগ্রামের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ প্রমুখ। অনুষ্ঠানে লোকজ ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।