চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৯ জুলাই ১৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে করোনায় ২০৮ জনের মৃত্যু হলো। নতুন ১৮ মৃত্যুর মধ্যে নগরীর ৭ জন ও উপজেলার ১২ জন। চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে। এর মধ্যে ৫৫৪ জন নগরের ও ৩৬১ জন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ১ হাজার ৩১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩৮৯টি। সংক্রমণের হার ৩৮.৬৫ শতাংশ। গত বছরের এপ্রিল থেকে নমুনা পরীক্ষা শুরুর পর থেকে শনাক্তের হিসেবে চট্টগ্রামে এক দিনে এটিই সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৪ জুলাই এক দিনে সর্বাধিক ১ হাজার ৩ জন শনাক্ত হয়েছিল। ওইদিন নমুনা পরীক্ষা হয়েছিল ২ হাজার ৮৭৯টি। নতুন শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৮৩৩ জন ও উপজেলার ৪৪৭ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৫২১ জন। এর মধ্যে নগরীর ৫৮ হাজার ৩২৩ জন ও উপজেলার ১৯ হাজার ১৯৮ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৯১৫ জনের মধ্যে ৫০৮ জনের বয়স ষাটের উপরে। ২১৪ জন নিয়ে এর পরের অবস্থানে রয়েছে ৫১ থেকে ষাট বছর বয়সীরা। ১২০ জন রয়েছে ৪১ থেকে ৫০ বছর বয়সী। ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪৩ জন। ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছে ১৭ জন। ৯ জন রয়েছে ১১ থেকে ২০ বয়সী এবং ৪ জন রয়েছে শূন্য থেকে ১০ বছর বয়সী।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আনোয়ারায় ৬৭ জন, বোয়ালখালীতে ৬৫ জন, হাটহাজারীতে ৫৯ জন, পটিয়ায় ৫৭ জন, রাউজানে ৫৪ জন, রাঙ্গুনিয়ায় ৪৪ জন, ফটিকছড়িতে ৩০ জন, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ২৩ জন করে, বাঁশখালীতে ২১ জন, সাতকানিয়ায় ১৮ জন, মীরসরাইয়ে ১২ জন, চন্দনাইশ ও লোহাগাড়ায় ২ জন করে রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থতার ছাড়পত্র পেয়েছে ১৭২ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৫৪ হাজার ৬১৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৬১৯ জন এবং ঘরে থেকে চিকিৎসা নিয়েছেন ৪৬ হাজার ৯৯৯ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।