চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। ২ হাজার ১৭৪ টি নমুনা পরীক্ষায় ৮২১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। সংক্রমণ হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫২৭ জন ও উপজেলার ২৯৪ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬৫ হাজার ৮২৯ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫০ হাজার ৬৬১ জন ও গ্রামের ১৫ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৯ জন। এ নিয়ে চলতি মাসের প্রথম এগারো দিনে মারা গেলেন ৭৩ জন। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৪ জন মারা যান গত ১০ জুলাই। এর আগ পর্যন্ত ২৪ এপ্রিল ১১ জনের মৃত্যুই ছিল সবচেয়ে বেশি।
গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা শনাক্তের পর এ প্রথম একদিনে শনাক্তের সংখ্যা ৮শ’ অতিক্রম করে। এর আগে গত ৮ জুলাই সর্বোচ্চ আক্রান্ত ছিল ৭৮৩ জন। সংক্রমণের হার ছিল ৩৭ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘন্টার সংক্রমণ হারও করোনাকালের সবচেয়ে বেশি। এর আগে গত ৬ জুলাই সবচেয়ে বেশি সংক্রমণ হার নির্ণিত হয় ৩৭ দশমিক ৩৯ শতাংশ। এ সময়ে ৬১১ জনের নমুনায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে নগরীর ৩ জন ও উপজেলার ৬ জন। সর্বমোট মৃতের সংখ্যা পৌঁছুলো ৭৮০ জনে। এতে নগরীর বাসিন্দা ৫০০ জন ও উপজেলার ২৮০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৫৭, মীরসরাইয়ে ৩৮, রাউজানে ৩৫, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীতে ২৭ জন করে, আনোয়ারায় ২৩, পটিয়ায় ১৭, সন্দ্বীপে ১৬, সীতাকুণ্ডে ১৪, চন্দনাইশে ১২, বাঁশখালীতে ১১, সাতকানিয়ায় ৮, ফটিকছড়িতে ৬ এবং লোহাগাড়ায় ৩ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল সোমবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।












