চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত

আরও ৫ মৃত্যু, গ্রামে সর্বোচ্চ সংক্রমণ রাউজানে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৪:৫৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের তীব্রতা দিন দিন বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এর মাঝেও চট্টগ্রামে রেকর্ড রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনাকালের সবচেয়ে বেশি ৫৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩৪ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে নগরীর বাসিন্দা রয়েছে ৪১৪ এবং ১৪ উপজেলার ১৪৫ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৫৯ জনের এই সংখ্যাটি এ পর্যন্ত এক দিনের সর্বোচ্চ এবং সংক্রমণ হারের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এ পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ হার রেকর্ড হয় ১ জুলাই, ৩৪ দশমিক ১৭ শতাংশ। এর আগে জেলায় এক দিনের সর্বোচ্চ সংক্রমণ ছিল ৩০ জুন, ৫৫২ জন। সংক্রমণ হার ২৬ দশমিক ৭৭ শতাংশ। ৫৪১ জন আক্রান্ত শনাক্ত হয় ১১ এপ্রিল। সংক্রমণ হার ২০ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ৩০ জুন আক্রান্তের সংখ্যা ৪৪৫ জন পর্যন্ত উঠেছিল।
সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাউজানে ৩৬ জন। এছাড়া সীতাকুণ্ডে ১৮, রাঙ্গুনিয়ায় ১৫, পটিয়ায় ১২, হাটহাজারীতে ১১, বাঁশখালীতে ১০, আনোয়ারা ও মীরসরাইয়ে ৯ জন করে, বোয়ালখালীতে ৭, ফটিকছড়িতে ৬, সাতকানিয়ায় ৫, সন্দ্বীপে ৪, লোহাগাড়ায় ২ এবং চন্দনাইশে ১ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৯২৭ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৭ হাজার ৩৮১ জন এবং উপজেলার ১৩ হাজার ৯২৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা একজন ও উপজেলার ৪ জন। গত বছরের ৩ এপ্রিল থেকে মৃতের সংখ্যা বেড়ে এখন ৭২২ জন। এতে নগরীর বাসিন্দা ৪৮২ ও উপজেলার ২৪০ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ১৫৯ জন। এ নিয়ে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫০ হাজার ৪৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৬৮২ জন। বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন ৪৩ হাজার ৩৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ১৮১ জন। ছাড়পত্র নেন ১৫৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫৯৩ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার আজাদীকে এসব তথ্য জানান।

পূর্ববর্তী নিবন্ধনাপার দাম দ্বিগুণ
পরবর্তী নিবন্ধমডার্নার টিকা আসছে চট্টগ্রামে