চট্টগ্রামে সর্বশেষ ১জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১.৫৮ শতাংশ। তবে একই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

এর আগে শুক্রবার (৪ নভেম্বর) চট্টগ্রামে ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। আজ শনিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তিনি নগরীর বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪০৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কের মুখেও চীন সফরে জার্মানির চ্যান্সেলর
পরবর্তী নিবন্ধকেবিন ব্যাগে বৈদেশিক মুদ্রা, শাহ আমানতে শারজাহগামী যাত্রী আটক