শিক্ষা–গণতন্ত্র–মনুষ্যত্ব রক্ষার সংগ্রামের ৪ দশকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম নগর শাখার সমাবেশ গতকাল বিকাল ৪টায় নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদস্য অরুপ মহাজন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসীম। সমাবেশে সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠার চার দশক পার করছি। ৪০ বছর আগে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সংগ্রামের প্রত্যয় ঘোষণা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যাত্রা শুরু করেছিল। নানা চড়াই উৎরাই পেরিয়ে সংগ্রামমূখর ৪০ বছর অতিক্রম করতে চলেছে এই সংগঠন। শিক্ষার সংকোচন, বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ, সামপ্রদায়িকরণের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রাম পরিচালনা করে আসছে এ সংগঠন।–প্রেস বিজ্ঞপ্তি।