চট্টগ্রামে সপ্তাহের ১ম দিনে চার হাজারের বেশি রিটার্ন জমা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

সপ্তাহের প্রথম কার্যদিবসেই আয়কর সেবা বুথগুলো ফের জমজমাট হয়ে উঠেছে। গতকাল রোববার চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের সেবা বুথগুলোতে ৪ হাজারের বেশি করদাতা রিটার্ন জমা দেন। এ সময় রাজস্ব আদায় হয়েছে কোটি টাকার বেশি।

কর কর্মকর্তারা জানান, রোববার চট্টগ্রামে রিটার্ন জমা জমা পড়েছে ৪ হাজার ২৬২টি। বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ২৬ হাজার ৫৩৭ টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি রিটার্ন জমা পড়েছে কর অঞ্চল১ এ। অন্যদিকে সবচেয়ে বেশি আয়কর আদায় হয়েছে কর অঞ্চল৪ এ।

এদিন কর অঞ্চল১ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৬৬৭ জন। আয়কর জমা হয়েছে ৪২ লাখ ২০ হাজার ৩৮৬ টাকা। কর অঞ্চল২ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ৮২২ জন। আয়কর জমা হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৫৩ টাকা।

এছাড়া কর অঞ্চল৩ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ৯০৮ জন। আয়কর জমা হয়েছে ৯ লাখ ১৫ হাজার ৯৮ টাকা। কর অঞ্চল৪ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ৮৬৫ জন। আয়কর জমা হয়েছে ৪২ লাখ ২১ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি হবে
পরবর্তী নিবন্ধছাত্র-জনতার দখলে জিরো পয়েন্ট