চট্টগ্রামে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩ টার দিকে মুরাদপুর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে ওয়াসিম আকরাম (২২) ও পথচারী ফারুক ( ৩২) নামে দুজন নিহত হয়েছে।
নিহত ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকায়।
নিহত ওয়াসিম আকরাম ওই এলাকার শফিউল আলম ও জোৎসনা আক্তারের ছেলে। ২ ভাই ও ৩ বোনের মধ্যে ওয়াসিম ২য়।
সে সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চবিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচে এবং চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ৩ বর্ষের ছাত্র।
জানা যায়, ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শুরুতে লাঠিসোঁটা নিয়ে হামলা করলেও পরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এভাবে চলতে থাকে পাল্টাপাল্টি ধাওয়া।
সংঘর্ষ ছড়িয়ে পড়লে নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। শিক্ষার্থীদের কয়েকটি অংশ অলিগলিতে ঢুকে পড়লে সেখান থেকেও খুঁজে বের করে হামলা করা হয়েছে।