চট্টগ্রামে সংক্রমণ হার ২ শতাংশের নিচে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে নগর ও জেলার ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময় ১ হাজার ৫০০ টি নমুনা পরীক্ষা হয়। আক্রান্তের হার ১ দশমিক ৯৩ শতাংশ। এ সময় করোনায় একজনের মৃত্যু হয় এবং সুস্থ হয়েছেন ১৩ জন। নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে নগরীর বাসিন্দা ১৬ জন এবং সাত উপজেলার উপজেলার ১৩ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ৭৩ হাজার ৭৬৬ জন নগরীর ও উপজেলার ২৮ হাজার ১১৩ জন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৪ জন, রাউজান, ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় উপজেলার এক রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এখন ১ হাজার ৩০৫ জন। এর মধ্যে ৭২০ জন নগরীর ও ৫৮৫ জন উপজেলার। একই সময় আরোগ্যলাভ করেছেন ১৩ জন। এ পর্যন্ত মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৯৮ জনে উন্নীত হলো। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৬০১ জন ও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন ৭৬ হাজার ২৯৭ জন। একই সময় হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনে নতুন করে যুক্ত হয়েছেন ৭৭ জন। ছাড়পত্র নিয়েছেন ৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৯০১ জন।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু
পরবর্তী নিবন্ধনগরে আজ থেকে আবার টিসিবির পণ্য বিক্রি