বর্ষীয়ান রাজনীতিবিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের ইন্তেকালে চট্টগ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শোকবার্তায় তারা বলেন, মোছলেম উদ্দিন আহমদের ইন্তেকালে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
শোক প্রকাশ করেছেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, হুইপ শামসুল হক চৌধুরী, হুইপ আবু সাঈদ আল স্বপন, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, এমএ লতিফ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, নজরুল ইসলাম চৌধুরী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষে এম এ মালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র এম. মনজুর আলম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলার সভাপতি আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ, সিডিএ বোর্ড সদস্য মোহাম্মদ ফারুক, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত, জসীম উদ্দিন শাহ, চসিক কাউন্সিলর ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমদ মনজু, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য ও চাকসু ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, চিটাগাং চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ–সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ–সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, নাটাব সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সিভিও পেট্রোক্যমিকেল রিফাইনারীর চেয়ারম্যান শামসুল আলম শামীম, চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলম, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পূজা কমিটির সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, মমতার নির্বাহীর পক্ষে লায়ন রফিক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম, চট্টগ্রাম দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ, আহলা দরবারের শাহজাদা মুফতী মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীন প্রমুখ।