যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের আওতায় চট্টগ্রামে শুরু হয়েছে ‘অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ ২০২৫’। আজ ২৭ এপ্রিল (রবিবার) চট্টগ্রামের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম গিয়াস উদ্দিন বাবর।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন বলেন, “তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় সম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।এ ধারাবাহিকতায় আজকের কার্যক্রম।”
জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী জানান, “উপজেলা ও মহানগর পর্যায় থেকে মোট ১৫০ জনেরও বেশি খেলোয়াড় আজকের প্রাথমিক বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এর মধ্য থেকে ৩০ জন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করে এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে।”
জেলা প্রশাসন, চট্টগ্রামের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী দিনে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা উপহার দেবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।