চট্টগ্রামে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে। এর মধ্যে ৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রাম নগরে আক্রান্ত হয়েছেন ১৯৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০৪ জন। সব মিলিয়ে ৪০৩ আক্রান্ত হয়েছেন। অপরদিকে মোট আক্রান্তের মধ্যে অর্ধেকই হচ্ছে গত জুলাইয়ে। এই মাসে আক্রান্ত হয়েছে ২০৫ জন। এছাড়া ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর নগরের তুলনায় উপজেলাগুলোতে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। চট্টগ্রামের ১৫ উপজেলার মোট আক্রান্তের অর্ধেকই লোহাগাড়া উপজেলার। লোহাগাড়ায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৮ জন। লোহাগাড়ার পরে বোয়ালখালীতে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন আক্রান্ত হয়েছেন। সর্বনিম্ন আক্রান্ত কর্ণফুলীতে ৩ জন।